ফেনী: ফেনীতে দুর্র্বত্তদের ছোড়া পেট্রোল বোমায় আবুল কাশেম (৪৫) নামে এক হিউম্যারহলার চালক দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুরের দুলা মিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুরতর আহত অবস্থায় কাশেমকে ফেনী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কাশেম সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে।
দগ্ধ চালককের স্বজনরা জানায়, রাত ৮টার দিকে মোহাম্মদ আলী বাজার থেকে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের দিকে গাড়ি চালিয়ে নিয়ে আসছিলেন কাশেম। গাড়িটি দুলা মিয়া এলাকায় আসলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে দগ্ধ হন তিনি।
ফেনী আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত সিকিৎসক ডা. ইকবাল হোসেন সিরাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কাশেমের হাত ও মুখসহ বিভিন্ন অংশ ঝলসে গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫