ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে এমাজউদ্দিন আহমেদ / ফাইল ফটো

ঢাকা: খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ।

তিনি বলেন, খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করা নিকৃষ্টতম উদাহরণ।

এরকম ঘটনা পৃথিবীর কোনো সভ্য দেশে ঘটে না।

শনিবার রাত পৌনে ৯টার দিকে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা  করে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, এর আগে তার (খালেদা জিয়া) ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে আহত করা হয়েছিল। এখন তো মনে হচ্ছে তাকে হত্যার চক্রান্ত চলছে। এই অমানবিক আচরণের জন্য আল্লাহ তাদের কিছুতেই ক্ষমা করবেন না।

তিনি আরও বলেন, এত কিছুর পরও যদি কেউ এটাকে গণতন্ত্রের বিজয় বলে চিৎকার করে। তাহলে তাদের গণতন্ত্রের প্রথম পাঠ শিখতে হবে।

খালেদা জিয়ার মনোবল দৃঢ় আছে। জাতির  কাছে তিনি দোয়া চেয়েছেন বলেও জানান এমাজউদ্দিন।

খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, তার নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এটা  ব্যক্তির অধিকার, যেটা সংবিধানে রয়েছে।

এদিকে, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ, স্যাটেলাইট ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করায় নিন্দা জানিয়েছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক রুহুল আমিন গাজী।

এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সরকারের এমন আচরণের কারণে নেত্রীর কার্যালয় পরিদর্শনে এসে দেখেছি যে পুরো বাড়িতে বিদ্যুৎ নেই। অন্ধকার। খালেদা জিয়ার সঙ্গে তার দুই নাতনি রয়েছে।

তিনি আরও বলেন, খালেদা জিয়া বলেছেন-‘এ কোন দেশে আছি। কেন আমার বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে। ’ আন্দোলন অব্যাহত থাকার কথাও তাকে জানিয়েছেন খালেদা জিয়া।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ