ঢাকা: শনিবার সন্ধ্যার পর দুই ঘণ্টার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের ফটক থেকে ১৩ নারী নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তাদের আটক করে পুলিশ ভ্যানে চড়িয়ে নিয়ে যাওয়া হয়।
প্রথমে সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে বিএনপিপন্থি ছয় নারী আইনজীবীকে খালেদার কার্যালয়ের ফটক থেকে আটক করা হয়। ওই ছয়জন বিকেলে কার্যালয়ে প্রবেশ করে কিছু সময় অতিবাহিত করে সন্ধ্যার পর বের হতে চাইলেই ফটক থেকে তাদের আটক করে নিয়ে যান নারী পুলিশ সদস্যরা।
তাদের ছয়জনকে আটকের কিছুক্ষণ পর আটক করা হয় আরও এক নারীকে।
এরপর রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয় আরও ছয় নারীকে। এরা মহিলা দলের নেতাকর্মী বলে দলীয় সূত্র জানায়। তাদের মধ্যে দু’জনের নাম এলিজা জামান ও তাহসিনা শরিফ বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫