ঢাকা: নাশকতার পরিকল্পনা করার সময় ঢাকা উত্তর যুবদলের নেতা জাহাঙ্গীর সরদারকে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে তাকে গ্রেফতার করা হবে।
বর্তমানে জাহাঙ্গীরকে ধানমন্ডি থানায় রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫