ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

সিরাজগঞ্জে পেট্রোল বোমায় নিহত ১, অগ্নিদগ্ধ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, জানুয়ারি ৩১, ২০১৫
সিরাজগঞ্জে পেট্রোল বোমায় নিহত ১, অগ্নিদগ্ধ ৫ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোলবোমা হামলায় গণেশ দাস (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টার দিকে সদর উপজেলার রামগাতি এলাকায় সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।



নিহত গণেশ দাস সিরাজগঞ্জ শহরের বানিয়াপট্টি এলাকার কুঞ্জু লালের ছেলে।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আরো পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন- শহরের মিরপুর মহল্লার আকতার হোসেনের ছেলে আলহাজ, সিরাজি সড়কের সম্ভুনাথের ছেলে সুবির কুন্ডু, সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আবু সাঈদ ও বারাকান্দি গ্রামের হেমায়েত হোসেনের ছেলে সায়েম এবং রকিবুল নামে এরা একজন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদুল ইসলাম জানান, গুরুতর আহত আলহাজ ও সায়েমকে উন্নত চিকিৎসার জন্য রাত সোয়া ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এসব বিষয় বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, শহরের রেলগেট থেকে পাঁচ জন যাত্রী নিয়ে কড্ডা যাচ্ছিলো অটোরিকশাটি। পথে বানিয়াপট্টি এলাকার ৫/৬ জন দুর্বৃত্ত অটোরিকশাটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশাটির সামনে অংশ পুড়ে যায়।

আগুনে অটোরিকশার চালক ও যাত্রীরা দগ্ধ হয়। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে যাত্রী গনেশ মারা যান। চালক আলহাজ হোসেন ও যাত্রী সায়েমের মুখমণ্ডল এবং যাত্রী আবু সাঈদ, রকিবুল ও সুবির কুন্ডুর পায়ের একাংশ পুড়ে গেছে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল কাফি জানান, নিহতের শরীরের পোড়া চিহ্ন না থাকলেও হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। তার নাক দিয়ে রক্তক্ষরণ হয়েছে।   

** রংপুরে ককটেল বিস্ফোরণে আহত ৩

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫/আপডেট: ২২২১, ২২৫৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ