বগুড়া: শহরের খোকন পার্ক সংলগ্ন বগুড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ অফিস চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। এসময় আহত হয়েছেন ওবায়দুর রহমান নামের একজন কর্মচারী।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
কার্যালয়ের কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা দুই প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, হঠাৎ পরপর ৩টি ককটেল বিস্ফোরণের শব্দ শুনতে পান তারা। এরপর বিদ্যুৎ অফিসে হৈচৈ শুনে ভয়ে সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে পড়েন।
বিদ্যুৎ অফিসের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, অফিস রুমের বাইরে অবস্থান করা লাইনম্যানের একজন সহযোগী ককটেলের আঘাতে আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঞা বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণ ঘটলেও খুব একটা শক্তিশালী ছিল না সেগুলো।
বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫