ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশান কার্যালয় থেকে বের হয়ে গেলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। এর পরপরই কার্যালয়ে প্রবেশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিক মাহফুজ উল্লাহ’র নেতৃত্বে ৬ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল কার্যালয়ে প্রবেশ করেন। তারা ১৫ মিনিট অবস্থান করে বের হয়ে যান।
বের হয়ে যাওয়ার সময় মাহফুজ উল্লাহকে সাংবাদিকরা নানা প্রশ্ন করলে তিনি কোনো কথা না বলে চলে যান।
এর পরপরই খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কার্যালয়ে প্রবেশ করেন অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। তার সঙ্গে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার।
মূলত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিস সংযোগ বিচ্ছিন্ন করায় দেখা করতে যান তারা।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগও।
বিএনপি চেযারপারসনের মিডিয়া উইং সূত্র বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫