ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

নিউমার্কেট থানায় পেট্রোল বোমা, আহত পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৪, জানুয়ারি ৩১, ২০১৫
নিউমার্কেট থানায় পেট্রোল বোমা, আহত পুলিশ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর নিউমার্কেট থানার ভেতরে পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।



শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে।

থানার ডিউটি অফিসার আসাদুজ্জামান বাংলানিউজতে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রাস্তা থেকে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে গেছে। তবে ধাওয়া দিয়েও তাদের আটক করা সম্ভব হয়নি।  

৫ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না দেওয়া ও দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ