ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

টিএসসি মোড়ে ককটেল

দুই সাংবাদিক আহত, ঢাবি ছাত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, জানুয়ারি ৩১, ২০১৫
দুই সাংবাদিক আহত, ঢাবি ছাত্র আটক ফাইল ফটো

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন মাছরাঙা টেলিভিশনের দুই সাংবাদিক। এসময় ককটেল ছুড়ে পালানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে আটক করে গণপিটুনি দিয়েছে সাধারণ জনতা।



শনিবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরাজী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ককটেলে আহত হয়েছেন মাছরাঙার স্টাফ রিপোর্টার জাহেদ সেলিম ও ক্যামেরা পারসন মোয়াজ্জেম। ককটেল ছুড়ে পালানোর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌরিদ জামান মীরকে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।

পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সৌরিদ সলিমুল্লাহ হলে থাকেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

** সিলেটে যাত্রীবাহী বাসে আগুন
** টঙ্গীতে পেট্রোলবোমায় পুড়ল কাভার্ডভ্যান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ