ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে জোটের অন্যতম শরীক দল জামায়াতে ইসলামী।
শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে সরকার পতনের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতারের হুমকির প্রতিবাদে রোববার (০১ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫