ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বেশ কয়েকটি পেট্রোল বোমা ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে একটি গরু বোঝাই ট্রাকের সামনে আগুন ধরে যায়।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে বেশ কয়েকটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে একটি ট্রাকে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকাল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইদহ সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুজ্জামান বাংলানিউজকে জানান, দুর্বৃত্তদের পেট্রোল বোমা ছুঁড়ে মারার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫