ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপির কেন্দ্রীয় নেত্রী খালেদা ইয়াসমিন আটক

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৮, জানুয়ারি ৩১, ২০১৫
বিএনপির কেন্দ্রীয় নেত্রী খালেদা ইয়াসমিন আটক ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।



খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানাতে কার্যালয়ের সামনে আসেন খালেদা ইয়াসমিন।

‌এর আগে সন্ধ্যায় গুলশান কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী নারায়ণগঞ্জ মহিলা দলের সভাপতি রাশিদা জামানের নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ করেন বেশ কয়েকজন নারী নেত্রী।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৪২ মিনিটে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে কেবল টিভি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরে বিচ্ছিন্ন করে দেওয়া হয় ইন্টারনেট সংযোগও।

বিএনপি চেযারপারসনের মিডিয়া ‌উইং সূত্র বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে।

শুক্রবার দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর  জেনারেটরে বিদ্যুৎ সরবরাহ চালু রেখে কেবল টেলিভিশন চলছিলো। চাল‍ু ছিলো  ইন্টারনেট সংযোগ। কিন্তু সংযোগ বিচ্ছিন্নের পর সেসবও বন্ধ হয়ে যায়।

খালেদা জিয়া গত ৩ জানুয়ারি থেকেই তার কার্যালয়ে অবস্থান নেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে সেখানেই অবস্থান করেন তিনি।

এদিকে জেনারেটরের জ্বালানি হিসেবে দুপুর নাগাদ ভ্যানে করে দুই ড্রাম তেল নেওয়া হয় খালেদা জিয়ার কার্যালয়ে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের পর থেকে জেনারেটরের বিদ্যুতেই চলছে চলছিলো তার কার্যালয়। কিন্তু সকালে মজুদ তেল শেষ হয়ে যায়।

গত ৩ জানুয়ারি থেকে নিজের রাজনৈতিক কার্যালয়েই অবস্থান করছেন খালেদা জিয়া। ৫ জানুয়ারি থেকে তার নেতৃত্বে দেশব্যাপী টানা অবরোধ চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ