ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ারও কষ্ট পাওয়া উচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদা জিয়ারও কষ্ট পাওয়া উচিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: হরতাল অবরোধ দিয়ে খালেদা জিয়া ১৬ কোটি মানুষকে কষ্ট দিচ্ছেন। তাই তারও কষ্ট পাওয়া উচিত  বলে মন্তব্য করেছেন দুর্যোগ পুনর্বাসন ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।



শনিবার বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণে পল্লীবিদ্যুতের সাব-স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন। বিদেশি কোনো কোনো লোক আসুক এ দেশে তা তিনি বন্ধ করে দিয়েছেন। ইসলামী সমমনা দেশ বাংলাদেশ। অথচ তিনি বিশ্ব ইজতেমা করতে দেন না। বিশ্বের মুসলমানদের আসতে দেন না। হরতাল অবরোধে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। যারা এ ধরণের কর্মকাণ্ড চালায়, আমি মনে করি এটাই তাদের প্রাপ্য।

মন্ত্রী আরো বলেন, আমরা বহিঃবিশ্বের প্রেসক্রিপশনে চলি না। আমাদের বিদেশি বন্ধু আছে, প্রভু নেই।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নুরী, চাঁদপুর পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক আবু ইউসুফ, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যন অধ্যক্ষ সিরাজুল ইসলাম তালুকদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ