গাজীপুর: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে আদালত দুদুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার পার্ট-২ কাশিমপুর থেকে দুদুকে ঢাকায় নিয়ে আসে গোয়েন্দা পুলিশ।
কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে সংবাদটি নিশ্চিত করেছেন।
কারা সূত্র জানায়, বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কারাগারে আসে। কারা কর্তৃক্ষের সঙ্গে আলোচনার পর বিকেল সাড়ে ৫টার দিকে দুদুকে নিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫