ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

নোয়াখালীতে বিএনপির ৬ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জানুয়ারি ৩১, ২০১৫
নোয়াখালীতে বিএনপির ৬ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

নোয়াখালী: ২০দলের অবরোধের ২৬তম দিনে নাশকতার আশঙ্কায় নোয়াখালীতে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 
 
আটকদের নাম-পরিচয় জানা যায়নি। জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার জেলার মাইজদী ও চৌরাস্তা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। তবে, পুলিশি পাহারায় মালবাহী কয়েকটি ট্রাক ও পিকআপ ভ্যান আসা-যাওয়া করেছে। দোকানপাট খোলা থাকলেও সহিংসতার আশঙ্কায় সাধারণের উপস্থিতি ছিল কম।
 
পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বাংলানিউজকে জানান, সব ধরণের নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও বিভিন্ন সড়কের বিজিবির টহল অব্যাহত রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ