ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

অচিরেই সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জানুয়ারি ৩১, ২০১৫
অচিরেই সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে বিএনপি ছবি: রাশেদ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাশকতা বন্ধ না করলে বিএনপি অচিরেই সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোটার্স’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বিএনপি ধীরে ধীরে গণতন্ত্র থেকে সরে নাশকতার দিকে যাচ্ছে। এধরনের নাশকতা বন্ধ না করলে অচিরেই একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হবে বিএনপি।

আর দেশের প্রচলিত আইনেই নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইনু বলেন, একাত্তরে ভিলেন ছিল পাকিস্তানি হানাদার ও রাজাকাররা। আর এখনকার রাজনৈতিক ভিলেন হলেন খালেদা জিয়া।

‘তিনি (খালেদা) সরকার বা প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেননি, খালেদা যুদ্ধ করছেন জনগণের বিরুদ্ধে’—অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

হাসানুল হক ইনু বলেন, সরকার জনগণের জানমাল রক্ষার দায়িত্ব নিয়েছে। তাই এসব ঘটনাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে তা মোকাবেলা করছে।

এরইমধ্যে দেশেব্যাপী সহিংসতা কমে আসছে বলেও মনে করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি একটু আগে শুনেছি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলে এ বিষয়ে কিছুই বলতে পারছি না।
সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআরইউ-এর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা।

সঞ্চালনা করেন ডিআরইউ-এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।