ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদাকে গ্রেফতারের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, জানুয়ারি ৩১, ২০১৫
খালেদাকে গ্রেফতারের দাবি ফাইল ফটো

ঢাকা: সহিংসতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তার গ্রেফতার দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে  জাতীয় প্রেসক্লাবের সামনে এক ম‍ানববন্ধনে তিনি এ দাবি জানান।



বিএনপির ডাকা অবরোধ-হরতালের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে আওয়ামী হকার্স লীগ।

ড. হাছান মাহমুদ বলেন, তিনি (খালেদা) জনগণের শত্রুতে পরিণত হয়েছেন, শুধু বিদ্যুতের লাইনই নয়, সব ধরনের ইউটিলিটি লাইন কেটে দেওয়া উচি‍ৎ।
‘অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। কেননা এটা এখন সময়ের গণদাবিতে পরিণত হয়েছে’—সরকারের প্রতি দাবি জানান তিনি।  

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে তার (খালেদা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

হকার্স লীগের সভাপতি জাকারিয়া হামিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।