ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদার কার্যালয়ে ড. কামাল-মান্না

সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, জানুয়ারি ৩০, ২০১৫
সংকট উত্তরণে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গুলশান কার্যালয় থেকে: চলমান সংকট উত্তরণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
 
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত খালেদা জিয়াকে সমবেদনা জানিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান কার্যালয় থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।


 
এরআগে সন্ধ্যা ৭টায় খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করেন ড. কামাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন- গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মুহম্মদ মনসুরসহ গণফোরামের আরও তিন নেতা।
 
এর ১০ মিনিট পর খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন নাগরিক ঐক্য’র আহ্বায়ক আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না।
 
গুলশান কার্যালয় থেকে রাত পৌনে ৮টায় বেরিয়ে যাওয়ার সময় ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আমরা শোক বইয়ে সাক্ষর করতে এসেছিলাম।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চলমান সংকট উত্তরণে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি একা নই, আরও রাজনৈতিক দল আছে। মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যও আমাদের সঙ্গে আছে।
 
তবে এসব বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আলাপ হয়নি বলে জানান ড. কামাল। বলেন, তার সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা করার জন্য আজ আমরা আসিনি। এসেছিলাম শোক জানাতে। শোক বইয়ে স্বাক্ষর করতে।
 
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫, আপডেট ২০২৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।