ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বুধবার চার জেলায় ছাত্রদলের হরতাল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জানুয়ারি ১৩, ২০১৫
বুধবার চার জেলায় ছাত্রদলের হরতাল

ঢাকা: খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখাসহ বিভিন্ন দাবিতে বুধবার (১৪ জানুয়ারি) সিলেট, নোয়াখালী, পাবনা এবং রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।



এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ছাত্রদলসহ বিএনপি নেতাদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে সিলেট (জেলা ও মহানগর), পাবনা, নোয়াখালী এবং রংপুরে অবরোধের পাশাপাশি সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

একই দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জয়পুরহাটে হরতাল পালন করবেন নেতা-কর্মীরা।

এদিকে বিভিন্ন জেলায় মঙ্গলবারের হরতাল সফল হয়েছে বলে দাবি করেছে ছাত্রদল। এজন্য নেতাকর্মীদের অভিনন্দনও জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।  
 
৫ জানুয়ারি বিকেলে থেকে দেশজুড়ে অনির্দিষ্টকালের অবরোধ পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। অবরোধের মধ্যেই আবার পৃথকভাবে বিভিন্ন জেলায় হরতাল দিচ্ছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ