ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি রাজনীতি নয়, সন্ত্রাসী তৎপরতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জানুয়ারি ১৩, ২০১৫
অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি রাজনীতি নয়, সন্ত্রাসী তৎপরতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, অবরোধের নামে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এটা রাজনীতি না, এটি সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মোকামিয়ায় বাংলাদেশ-ভারত তৃতীয় সীমান্ত হাট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তা স্বাভাবিক হয়ে যাবে এবং আগামী দিনগুলোতে আমরা সুন্দরভাবে সরকার পরিচালনা করবো।

দুপুর ৩টার দিকে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের শুয়াশাহ ফকির মাজার এলাকায় দু’দেশের তৃতীয় এ হাটের উদ্বোধন করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী শ্রীমতি নির্মলা রামন।

ত্রিপুরা চেম্বার অব কমার্সের সভাপতি রঞ্জনের সভপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার, দক্ষিণ ত্রিপুরার এমপি জতেন্দ্র চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার পংকজ স্বরণ, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আকতার, দক্ষিণ ত্রিপুরার জেলাধিপতি হিমাশুরায়।
 
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ