ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

রংপুরে বিএনপির মিছিল সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫১, জানুয়ারি ১৩, ২০১৫
রংপুরে বিএনপির মিছিল সমাবেশ

রংপুর: দেশব্যাপী বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরাধের সমর্থনে রংপুরে দফায় দফায় মিছিল সমাবেশ করেছে মহনগর ও জেলা বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে তারা কয়েক দফা মিছিল সমাবেশ করে।



সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজফ্ফর হোসেন, সাধারণ সম্পাদক সামছুর জামান সামু, জেলা বিএনপির সভাপতি এমদাদ ভরসা, স‍াধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দফতর সম্পাদক হারুনুর রশিদ, জেলা যুবদলের সহ সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখলেও বিএনপি তাদের আন্দোলন থেকে পিছপা হবে না।

এসময় তারা অবিলম্বে খালেদা জিয়ার বাড়ি থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ