ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

নড়াইল বিএনপির সভাপতিসহ ১৬ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৫, জানুয়ারি ১১, ২০১৫
নড়াইল বিএনপির সভাপতিসহ ১৬ জনের নামে মামলা

নড়াইল: অবরোধে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায়  নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে নড়াইল সদর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করেন।



মামলার আসামিরা হলেন, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌর মেয়র জুলফিকার আলী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ ১৬ জন। এছাড়া ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
 
মামলার বাদী এসআই সঞ্জয় কুমার ঘোষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় এ মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।