ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

নির্বাচনী ফেস্টুন ভাঙচুর-বিকৃতি, প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ শিবিরের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, আগস্ট ২৬, ২০২৫
নির্বাচনী ফেস্টুন ভাঙচুর-বিকৃতি, প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ শিবিরের ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের ফেস্টুন ভাঙচুর ও ফেস্টুনে থাকা ছবি বিকৃত করা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের ফেস্টুন ভাঙচুর করা হয়েছে। এ ছাড়াও একাধিক প্রার্থীর ছবি বিকৃতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে একজনকে ফেস্টুন ভাঙচুর করতে দেখা যায়। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এ ঘটনার পর নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছেন ছাত্রশিবিরের নেতারা।

সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের একটি ফেস্টুন ফেলে দেওয়া হয়েছে। আরেকটি ফেস্টুনে ছাত্রশিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের মাথার উপরের অংশ কেটে শিং সদৃশ করা হয়েছে। এ ছাড়া তার মুখের দিকে অংশের ফেস্টুন কেটে ফেলা হয়েছে। ভিপি প্রার্থী সাদিক কায়েমের চোখের অংশ কেটে ফেলা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী পদে নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার মাথায় শিং সদৃশ আঁকা হয়েছে মার্কার ব্যবহার করে। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে নূরুল ইসলাম সাব্বিরের মুখ কেটে ফেলা হয়েছে।

এ ঘটনার নিন্দা জানিয়ে বিকেল সাড়ে ৫টায় চারুকলা অনুষদে সংবাদ সম্মেলন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থীজোটের প্রার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শঙ্কা প্রকাশ করেন তারা।

এই প্যানেল থেকে ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, বাংলাদেশের বিনির্মাণকে বাধাগ্রস্ত করতে একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাপটি মেরে বসে আছে। খুনি হাসিনা ইসলামফোবিয়ার মাধ্যমে অবৈধ শাসনকে দীর্ঘায়িত করেছিল। জুলাই বিপ্লবের পর আমরা কালচারাল ফ্যাসিস্টদের প্রশ্রয় দিলে তারা এর চাইতে বড় দুঃসাহস দেখাবে। যারা আবার শাহবাগের রাজনীতি ফিরিয়ে আনতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে।

তিনি বলেন, কারা এর সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আবার ফ্রেমিংয়ের রাজনীতি চলছে। চারুকলার শিক্ষার্থীরা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই ঘটনার নিন্দা জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি এই অবস্থা ঠিক না করে একপাক্ষিক আচরণ করে, কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে আপনাদের থাকার প্রয়োজন নেই।

এফএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।