২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত বিভিন্ন অপরাধের কারণে ৪৫২টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১২ আগস্ট) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত এক বছরে দুদক অনুসন্ধানে সিদ্ধান্ত নিয়েছে ৮৪৫টি। এরমধ্যে ৪৫২টি মামলা দায়ের করেছে।
গত এক বছরে মামলায় আসামি হয়েছেন এক হাজার ৭৪৩ জন। এক বছরে চার্জশিটে দেওয়া হয়েছে ৩৪৮টি।
এসএমএকে/আরএইচ