ঢাকা: বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
রোববার (৩ আগস্ট) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা শাহবাগের সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
দুপুর আড়াইটার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। তবে দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও তাতে দমে যাননি ছাত্রদলের নেতাকর্মীরা। বরং বৃষ্টির মধ্যেই স্লোগান আর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশকে ঘিরে শাহবাগ ও এর আশপাশের এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। তাদের কণ্ঠে শোনা যায় গণতন্ত্র পুনরুদ্ধারের স্লোগান।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারাও এতে যোগ দেবেন।
ছাত্রদলের নেতারা এ সমাবেশকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি প্রতীকী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের দাবি, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি তুলে ধরার জন্যই এ আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে তারা সরকারের কাছে তাদের বার্তা পৌঁছে দিতে চান।
প্রসঙ্গত, ছাত্রদলের এ সমাবেশটি প্রথমে জাতীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করে শাহবাগে নিয়ে আসা হয়। সাধারণ মানুষের দুর্ভোগের জন্য ছাত্রদল আগাম দুঃখ প্রকাশ করে।
ইএসএস/জেএইচ