ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, মে ১৮, ২০২৫
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন অলি আহমদ বাঁয়ে খালেদা জিয়া, ডানে অলি আহমদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

আজ রোববার (১৮ মে) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অলি আহমদের গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সালাহউদ্দিন রাজ্জাক বিষয়টি জানান। তিনি জানান, আজ সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে অলি আহমদ সাক্ষাৎ করবেন।

চিকিৎসার জন্য দীর্ঘ চার মাস যুক্তরাজ্যের লন্ডনে থেকে গত ০৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য সেখানে যান তিনি।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।