ঢাকা: সংস্কারের নামে বর্তমান সরকার দেশে অনৈক্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।
তিনি বলেন, ‘যারা সংস্কার করছেন, তারা জ্ঞানী-গুণী ব্যক্তি।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘দেশের মানুষ চায় অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। আমরা মনে করেছিলাম, বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করবে। অন্তর্বর্তী সরকারপ্রধানের বিশ্বব্যাপী সুনাম আছে। আমরা তার ওপর আস্থা রেখেছিলাম, আমরা নিরাশ হয়েছি। দেশকে তিনি ভালোভাবে চালাচ্ছেন না। সংস্কারের নামে একটি দল করা হয়েছে। তারা চাঁদাবাজির মাধ্যমে পুরোনো সংস্কৃতি লালন করছে। সরকার-সরকারি প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে চাঁদাবাজির মাধ্যমে শো-ডাউনের রাজনীতি শুরু করেছে সরকারের নতুন দলটি। ’
দেশের বাস্তবতা তুলে ধরে জাপা চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। আরও অনেকেই বেকার হওয়ার আশঙ্কায় উৎকণ্ঠিত হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত মিল-কারখানা চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকারকেই করতে হবে। মালিকপক্ষ যে দলই করুক শ্রমিকরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্ধ সমস্ত কলকারখানা চালু করার দাবি জানাচ্ছি। ’
তিনি আরও বলেন, ‘বেকার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কৃষকরা ফসল উৎপাদন করছে, দাম পাচ্ছে না। গেল রমজানে সরকার বাহাদুরি করে বলেছে, সব নিত্যপণ্যের দাম কম। কিন্তু সরকার বোঝেনি কৃষকদের কষ্ট। ফসলের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েছে। এখন মালামালের দাম বেড়েছে। কিন্তু কৃষক ও শ্রমিকের হাতে টাকা নেই এবং ব্যবসায়ীদের হাতেও টাকা নেই। ’
জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মেফতাহ উদ্দিন জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শান্ত’র সঞ্চালনায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন প্রমুখ।
ইএসএস/আরবি