ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

রাজনীতি

ঘোড়াঘাটে কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
ঘোড়াঘাটে কৃষক লীগের ২ নেতা গ্রেপ্তার

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে জিয়াউর ইসলাম (৩৮) ও জাইদুল ইসলাম (৪০) নামে কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুলাকীপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়াউর ইসলাম বুলাকীপুর ইউনিয়নের রঘুনাতপুর এলাকার মৃত শমসের আলী। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি। আর জাইদুল ইসলাম ভেলাইন দক্ষিণ পাড়ার মৃত আকবার আলীর ছেলে। তিনি উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের বিষয়টি ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাজমুল হক নিশ্চিত করেছেন।

জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেলে ঘোড়াঘাট পৌর শহরের বাসস্ট্যান্ডে চারমাথা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা হয়। ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।