ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রংপুরের বৈষম্য দূর করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, ফেব্রুয়ারি ১, ২০২৫
বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রংপুরের বৈষম্য দূর করা হবে

রংপুর: বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রংপুর অঞ্চলের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের হারাগাছ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি।


 হারাগাছ পৌর বিএনপির আহ্বায়ক মোনায়েম হোসেন ফারুকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দেন- সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ।

এসময় জেলা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। এসময় সভাপতি হিসেবে মোনায়েম হোসেন ফারুককে সভাপতি ঘোষণা দেওয়া হয়। আগামীকাল নির্বাচনের মাধ্যমে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে।  

এসময় সাইফুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনে রংপুরে নেতৃত্ব দিয়েছে হারাগাছের মানুষ। এমদাদুল হক ভরসার নেতৃত্বে কাউনিয়া-পীরগাছার উন্নয়ন সাধিত হবে।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।