ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

ভারতীয় ‘র’র প্রেসক্রিপশন মস্তিষ্কে ক্যান্সারের মতো কাজ করছে: রহমত উল্লাহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জানুয়ারি ২৮, ২০২৫
ভারতীয় ‘র’র প্রেসক্রিপশন মস্তিষ্কে ক্যান্সারের মতো কাজ করছে: রহমত উল্লাহ

ঢাকা: বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে ভারতীয় ‘র’র প্রেসক্রিপশন মস্তিষ্কে ক্যান্সারের মতো কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টর (জাগপা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।

রহমত উল্লাহ বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পতিত স্বৈরাচার শেখ হাসিনার কবল থেকে বাংলাদেশর সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। কিন্তু বাংলাদেশের কিছু কথিত রাজনৈতিক দলের নেতাদের নোংরা রাজনীতির খেলায় জুলাই বিপ্লবের ঐক্যে এখন ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিবিদদের মস্তিষ্কে ভারতীয় ‘র’র প্রেসক্রিপশন ঢুকে গেছে। একদল চিন্তা করে ভারত তাদের ক্ষমতায় বসাবে। আরেক দল চিন্তা করে ভারত আমাদের ক্ষমতা থেকে তাড়াবে! সুতরাং ভারতের সেই প্রেসক্রিপশন এখন রাজনীতিবিদদের মস্তিষ্কে ক্যান্সারে পরিণত হয়েছে।

তিনি বাংলাদেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ও ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী ফ্যাসিবাদের প্রতিহত করার এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেওয়ার আহ্বান জানান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, সহ প্রচার সম্পাদক আসাদুজ্জামান নুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২৫
টিএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।