ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভেদরগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জানুয়ারি ৬, ২০২৫
ভেদরগঞ্জে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার  গ্রেপ্তারকৃতরা

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৫ জানুয়ারি) গ‌ভীর রা‌তে সখিপুর থানার চরভাগা ইউনিয়নের নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- চরভাগা মালত কান্দি গ্রামের বাসিন্দা মাসুদ পাইকের ছেলে রাব্বি ও একই এলাকার বাবুল খানের ছেলে নাদিম। রাব্বি চরভাগা সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ জানায়, সখিপুর থানার চরভাগা ইউনিয়নের মালতকান্দি গ্রামে মাসুদ পাইকের বাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এর সঙ্গে জড়িত থাকায় রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়েদুল হক বলেন, ছাত্রলীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দিয়ে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।