ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

রাজনীতি

সন্ত্রাস দমনে সহযোগিতা করতে রাজি আছি: দিপু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৭, সেপ্টেম্বর ৩, ২০২৪
সন্ত্রাস দমনে সহযোগিতা করতে রাজি আছি: দিপু

নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবাই বলেছি যে, সন্ত্রাস দমনের জন্য এবং আওয়ামী লীগ যে খারাপ একটি সিস্টেম দাঁড় করিয়ে গেছে সেই সিস্টেমটা ওভারকাম করার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সেই সহযোগিতা করতে রাজি আছি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জে যেভাবে দেখা হচ্ছে যে নারায়ণগঞ্জ মাদকের জায়গা, নারায়ণগঞ্জ সন্ত্রাসের জায়গা নবাগত এসপি সাহেবের মাধ্যমে আমরা বিএনপি নেতাকর্মীরা এ তকমা মুছে দিয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়বো।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।