ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুকে আটকের অভিযোগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, জুলাই ৩০, ২০২৪
এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুকে আটকের অভিযোগ 

ঢাকা: আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস-এ তার এক নিকটাত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয় বলে অভিযোগ করেছে দলটির পক্ষ থেকে।

এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে মঞ্জুর খোঁজে একাধিকবার তার বাসভবনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৪
টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।