ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

আরও ৫ দিনের রিমান্ডে জহির উদ্দিন স্বপন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, জুলাই ২৭, ২০২৪
আরও ৫ দিনের রিমান্ডে জহির উদ্দিন স্বপন

ঢাকা: সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৫ দিনের রিমান্ড শেষে  আদালতে হাজির করে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আবারও রিমান্ড আবেদন করা হলে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ৫ দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৭ জুলাই) ৫ দিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

এর আগে গত ২১ জুলাই ইউনাইটেড হাসপাতাল থেকে ডিবি পুলিশের একটি দল চিকিৎসাধীন অবস্থা থেকে বিএনপির এই নেতাকে তুলে নেয়। পরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সেতু ভবনে হামলার ঘটনায় বনানী থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে আসামি করা হয়।

নতুন করে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে হামলা মামলায় রিমান্ড আদেশ দেওয়ায় আবারো তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে পুলিশি রিমান্ডে নেওয়া হলো।

উল্লেখ্য, কার্ডিয়াকজনিত সমস্যার জন্য জহির উদ্দিন স্বপন হাসপাতালে ভর্তি হন। গত ২২ জুলাই তার এনজিওগ্রাম করার তারিখ নির্ধারিত ছিল।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।