ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

রাজনীতি

৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, জুন ৬, ২০২৪
৬ দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

ঢাকা: শুক্রবার (০৭ জুন) ঐতিহাসিক ৬ দফা দিবস। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (০৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আওয়ামী লীগ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। এ সময় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

এই দিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।