ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

রাজনীতি

‘বায়ান্ন বছরে এদেশে এতো জুলুম-নির্যাতন অত্যাচার কখনও হয়নি’ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৪, এপ্রিল ৬, ২০২৪
‘বায়ান্ন বছরে এদেশে এতো জুলুম-নির্যাতন অত্যাচার কখনও হয়নি’  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

ঝিনাইদহ: এতো জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার বায়ান্ন বছরেও এ দেশে কখনও দেখিনি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।  

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ঝিনাইদহ শহরের শিশু পার্কে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

 

এসময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দি নেতৃবৃন্দের মুক্তির দাবি করেন। এছাড়াও নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়েও সমালোচনা করেন। সেই সঙ্গে ভোটবিহীন সরকার পতনের আন্দোলনে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ