ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন গয়েশ্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন গয়েশ্বর

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান গয়েশ্বর।

এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত সোয়া নয়টার দিকে বের হন তিনি।

বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সাক্ষাতে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে কারামুক্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।