চাঁদপুর: নাশকতার মামলায় চাঁদপুরের কচুয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কচুয়া থেকে প্রকাশিত পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক মো. হাবীব উল্যাহ হাবীবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ নভেম্বর) সকালে কচুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে হাবীবকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক হরতাল ও অবরোধকে কেন্দ্র করে কচুয়ায় এ পর্যন্ত বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিএনপির আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
এসআই


