ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার কিছু হলে এ সরকারকে দায় নিতে হবে: আমান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, সেপ্টেম্বর ৯, ২০২৩
খালেদা জিয়ার কিছু হলে এ সরকারকে দায় নিতে হবে: আমান ছবি: ডিএইচ বাদল

ঢাকা: খালেদা জিয়ার কিছু হলে এ সরকারকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সরকার পতনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে তিনি এ মন্তব্য করেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আন্দোলন চলছে।

মির্জা ফখরুল যদি গ্রেপ্তার হন দেশে আগুন জ্বলবে। কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন আমান।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৩
টিএ/এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ