ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

রাজনীতি

মেহেরপুরে নাশকতার মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, ফেব্রুয়ারি ৫, ২০২৩
মেহেরপুরে নাশকতার মামলায় জেলা শিবিরের সাবেক সভাপতি গ্রেফতার মো. শাকিল হোসেন সাব্বির

মেহেরপুর: জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা শিবিরের সাবেক সভাপতি মো. শাকিল হোসেন সাব্বিরকে (৩২) নাশকতা মামলায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শাকিল হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার খন্দকার আফসারুল হকের ছেলে।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সময় শহরের শেখপাড়া এলাকায় সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানা ও মুজিবনগর থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

শাকিল হোসেনকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।