ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

চুলার আগুনে বসতঘরসহ ১১ দোকান ভস্মীভূত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, নভেম্বর ২২, ২০২২
চুলার আগুনে বসতঘরসহ ১১ দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে একটি বসতঘরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  
 
আগুনে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারের বাঁধের গোড়া এলাকার ফারহানা নামে এক নারীর বসতবাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বসতঘর, নারিকেলের গোডাউন, চারটি ভাঙারি দোকান, দুটি হার্ডওয়ারের গোডাউনসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।  

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেন, আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা যায়নি।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।