ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ডেঙ্গুতে মারা গেলেন বিশিষ্ট ব্যবসায়ী

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, নভেম্বর ২১, ২০২২
ডেঙ্গুতে মারা গেলেন বিশিষ্ট ব্যবসায়ী

মেহেরপুর: বাঁচার আশায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণপ্রদীপ নিভে গেল মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব খোকনের (৬৫)।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আহসান হাবিব খোকন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গহরপুর গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে।

তিনি সদর উপজেলার বারাদী বাজারের রাকা ইলেকট্রিক এন্ড ফার্নিচারের সত্ত্বাধিকারী।

আহসান হাবিবের ছেলে রাজু আহমেদ বলেন, বাবা দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টে দুটি রিং পরানো। সপ্তাহ খানেক তিনি শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা যান। ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন।

বাড়িতে ফিরলে মঙ্গলবার (২০ নভেম্বর) সকালের দিকে তার মলদ্বার দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সন্ধ্যার দিকে তার অবস্থার ক্রমশ অবনতি হলে রাতেই তাকে আবারো উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন। ঢাকা বারডেম হাসপাতালে সোমবার সকালে মৃত্যুবরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।