ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ২১, ২০২২
নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়িতে আঁখি আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত আঁখি আক্তার নওগাঁ জেলার নেয়ামতপুরের আফজাল হোসেনের মেয়ে। তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রেমের সম্পর্ক থেকে আঁখির সঙ্গে বিয়ে হয় সাগরের। কিন্তু বিয়ের পর থেকেই শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করেন সাগর। অত্যাচার সহ্য করতে না পেরে আঁখি আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী কয়েক দফায় তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন।

সবশেষ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আঁখির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গৃহবধূর বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।