ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

জমির আইল নিয়ে বিরোধ: প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, নভেম্বর ২১, ২০২২
জমির আইল নিয়ে বিরোধ: প্রতিপক্ষের আঘাতে কৃষকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদরে জমির আইল কাটা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তোফায়েল মিয়া (৬০) নামে এক কৃষকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলমগীর হোসেনের বিরুদ্ধে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে  সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল ওই গ্রামের  মৃত হাফিজল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে জমির আইল কাটা নিয়ে তোফায়েলের সঙ্গে আলমগীরের কথা কাটাকাটি হয়। এ সময় আলমগীর  কিল-ঘুষি মারলে অসুস্থ হয়ে পড়েন তোফায়েল। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মাসুদার রহমান জানান, মরদেহে উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘন্টা, ২১ নভেম্বর ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।