ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে দেয়ালচাপায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩২, নভেম্বর ২১, ২০২২
পার্বতীপুরে দেয়ালচাপায় প্রাণ গেল শিশুর

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দেয়াল চাপায় তছলিমা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোস্তফাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তছলিমা একই এলাকার গোলাম রব্বানীর মেয়ে।

এ বিষয়ে পার্বতীপুরের আমবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, সকালে দাদির সঙ্গে ঘরের বারান্দায় বসে খেলা করছিল তছলিমা। এসময় বারান্দার পাশে থাকা জরাজীর্ণ মাটির একটি দেয়াল ভেঙে তাদের দুজনের গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় তছলিমা।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহত তছলিমার দাদি সামান্য আহত হয়েছেন। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।