ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জে ইটের আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, নভেম্বর ২১, ২০২২
কিশোরগঞ্জে ইটের আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের স্কুলছাত্র আব্দুল্লাহ: ফাইল ফটো

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইটের আঘাতে আব্দুল্লাহ (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আব্দুল্লাহ উপজেলার সিদলা ইউনিয়নের দক্ষিণ হারেঞ্জা গ্রামের কপিল উদ্দিনের ছেলে এবং স্থানীয় দক্ষিণ হারেঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

অপরদিকে অভিযুক্ত সাইফুল (১৩) একই এলাকার হযরত ওমর ইবনে কাত্তাব (রা.) হাফিজিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২০ নভেম্বর) বিকেলে আব্দুল্লাহ ও সাইফুলের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সাইফুল ইট দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত করে। এতে আব্দুল্লাহ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়। রোববার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।