ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ডোবায় ভাসছিল বৃদ্ধের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, নভেম্বর ২১, ২০২২
ফরিদপুরে ডোবায় ভাসছিল বৃদ্ধের লাশ ফরিদপুরে ডোবায় ভাসছিল বৃদ্ধের লাশ

ফরিদপুর: ফরিদপুরে একটি ডোবা থেকে ফজর খান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ নভেম্বর) সকালে জেলা সদরের কৈজুরী ইউনিয়ন পরিষদের পাশের একটি ডোবায় লাশটি পাওয়া যায়।

নিহতের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ছোলনা এলাকায়।

দু’দিন আগে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

জানা গেছে, সকালে স্থানীয়রা পুকুরে লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।