ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

জাতীয়

উল্লুক-বানর পাচার করতে সাতক্ষীরা যাচ্ছিলেন হাদিসুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, নভেম্বর ২১, ২০২২
উল্লুক-বানর পাচার করতে সাতক্ষীরা যাচ্ছিলেন হাদিসুর গ্রেফতার মোঃ হাদিসুর রহমান ও তার কাছে পাওয়া দুটি প্রাণী

সাভার: বিলুপ্তপ্রায় একটি বন্য উল্লুক ও একটি  বানর পাচার করতে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন মোঃ হাদিসুর রহমান (৪২)।  

প্রাণী পাচার চক্রের এই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।

রোববার (২০ নভেম্বর) রাতে আশুলিয়ার নবীনগর থেকে প্রাণীসহ হাদিসুরকে আটক করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে দিকে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ঢাকা জেলা উত্তর ডিবি'র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাদিসুর রহমানকে  বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী একটি বানর ও একটি উল্লুকসহ আটক করা হয়।

ডিবির এই কর্মকতা বলেন,  হাদিসুর বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। সে চট্টগ্রাম থেকে প্রাণী দু'টি সাতক্ষীরা নিয়ে যাচ্ছিল বলে আমাদের জানিয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচার সংক্রান্ত মামলা রয়েছে। গ্রেফতার হাদিসুরের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতার মোঃ হাদিসুর রহমান কিশোরগঞ্জ জেলা থানার কাতিয়াচর এলাকার সুলতান মিয়ার ছেলে৷ তিনি বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২

এসএফ/ এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।