ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ ২ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, নভেম্বর ১৭, ২০২২
যাত্রাবাড়ীতে ফেনসিডিল-গাঁজাসহ ২ যুবক আটক 

ঢাকা: রাজধানীতে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

আটকরা হলেন, মোয়াজ্জেম হোসেন (২১) ও রবিউল হাসান (২৫)।

 

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯৯ বোতল ফেনসিডিল, ১৫ কেজি গাঁজা, একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন ও ৪৭০ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালায়। অভিযানে প্রায় ১০ লাখ ৪৭,০০০ টাকা মূল্যের ১৯৯ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল। মাইক্রোবাসে করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়, ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এমএমআই/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।