ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

জাতীয়

ধরলা নদীপথে পাচারকালে ২৭ কেজি গাঁজাসহ নৌকা জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১০, নভেম্বর ১৭, ২০২২
ধরলা নদীপথে পাচারকালে ২৭ কেজি গাঁজাসহ নৌকা জব্দ 

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীতে অভিযান চালিয়ে শ্যালো ইঞ্জিনচালিত নৌকাসহ ২৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় নৌকায় থাকা মাছ ধরার জালও জব্দ করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে গাঁজাসহ আটক নৌকার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা করা হয়েছে।

এর আগে, সকালে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল উপজেলার সোনাই কাজী খেয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ধরলা নদী থেকে গাঁজাসহ নৌকায় থাকা মালামালগুলো জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যান। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সারওয়ার পারভেজ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোরুকমন্ডপ এলাকার মাদক ব্যবসায়ীরা নৌকা যোগে নদী পথে গাঁজা পাচারের চেষ্টাকালে গোপন সংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কেজি গাঁজা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

বাংলাদশে সময়: ০৯১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।